কোটাসংস্কার আন্দোলন পরবর্তী কারফিউকালে সুনামগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বিকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সম্মুখে জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট শ্রমজীবীদের হাতে খাবার তুলে দেন।
পরে কোটাসংস্কার আন্দোলনের ওপর ভর করে 'বিএনপি-জামায়াতের চালানো হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ' সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ