ফেনীর পরশুরামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব পাপলার সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার।
উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হরি কমল মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, বিসমিল্লাহ ফিসারিজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। মৎস্য সপ্তাহ উপলক্ষে থেকে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই