দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় ১০ জনকে আটক করে পুলিশ। বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৯ দফা দাবিতে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচিতে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
পরে সেখানে পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজন অভিভাবকসহ মোট ১০ জনকে আটক করে পুলিশের পিকআপ ভ্যানে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
কোতয়ালী থানার ওসি ফরিদ আহমেদ জানান, দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েকজন জড়ো হলে, সেখান থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তারা শিক্ষার্থী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ