চুয়াডাঙ্গার দর্শনায় ৪ কেজি ২৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বড় বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক করা স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ সূত্র। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইস্রাফিল আলী (৪০) ও একই গ্রামের রয়েল মন্ডলের ছেলে রেজাউল হক (৫০)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা কাঁচা বাজার এলাকায় অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বেলা সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। এসময় গোয়েন্দা পুলিশের দল তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কোমড়ে বিশেষভাবে লুকানো অবস্থায় চারটি ঢালাই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
নাজিম উদ্দিন আল আজাদ আরো জানান, উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়া হবে। এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম