খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। পরে র্যালিটি খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা মৎস্য বিভাগের সদস্য ও আহ্বায়ক শতরুপা চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও মৎস্য চাষিরা।
বিডি প্রতিদিন/এমআই