কোটাবিরোধী আন্দোলনে সহিংস ঘটনায় দুই মামলার একটিতে ১৮ জনকে একদিন করে ও অপর মামলায় ৯ জনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন শেরপুর আদালতের সিনিয়র বিচারক ইকবাল হোসেন। ১৭ জুলাই পুলিশের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গতকাল মঙ্গলবার ১৮ জন ও ২৪ জুলাই পুলিশের বিস্ফোরক আইনে করা মামলায় ২৯ জুলাই ৯জনসহ মোট ২৭ জনকে ওই রিমান্ডে দেওয়া হয়। ৪,৭,৮ ও ১১ আগস্ট বাকিদের রিমান্ড শুনানির তারিখ দিয়েছেন আদালত। ১৭ জুলাই থেকে শুরু করে ভাঙচুর, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ইত্যাদি অভিযোগে শেরপুরে মোট ছয়টি মামলা হয়েছে। সবগুলো মামলা শেরপুর সদর থানায় হয়েছে। আড়াই শতাধিকের নামে ও সাড়ে ৫ হাজার জনের বেনামে এই মামলায় আজ বুধবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ১১৪ জনকে। গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও ২/১ জন জামায়াত নেতাকর্মী ও সমর্থক। রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট ওসি শহিদুল ইসলাম।
পালিয়ে থাকা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলী জানিয়েছেন, বিএনপি নেতাকর্মী দূরের কথা, সমর্থকরা পর্যন্ত বাসাবাড়িতে থাকতে পারছে না। বাসা বাড়িতে পাওয়া না গেলে পরিবারের অন্য সদস্যদের সাথে বাজে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ