ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরী সভাপতিত্বে কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কোটা সংস্কারের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতার ঘটনা বোয়ালমারী উপজেলায় যেন না পরে সে ব্যপারে কমিটির সদস্যবৃন্দ ব্যাপক আলোচনা করেন।
সভায় বোয়ালমারী উপজেলার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় পেশাজীবী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সদস্যবৃন্দ উপজেলার সর্বত্র পুলিশী টহল ব্যবস্থা ও সামাজিক উদ্ভুদ্ধকরণের মাধ্যমে সন্ত্রাস ও নাশকতা মোকাবেলা করার কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বিডি প্রতিদিন/এএম