লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টে ফাইনাল খেলায় জয় পেয়েছে লাহারকান্দি ইউনিয়ন একাদশ। বুধবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে টুমচর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) আয়োজন করা হয়। ১৩ জুলাই থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। আজ ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুনামেন্টের পরিসমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলাসহ অনেকে। পরে বিজয়ী খেলড়ারদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বিডি প্রতিদিন/এএ