নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পূর্বপাড়ায় নয়ন শেখ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নয়নের সঙ্গে থাকা সবুজ কাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়। নিহত নয়ন বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পূর্বপাড়ায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে বসে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, জমিজমা সংক্রান্তের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ