লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই ভাইয়ের নাম মিলন (১১) ও মুজাহিদ (৯)। তারা কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই ভাই পুকুরে গোসলে নামে। একপর্যায়ে দুজনেই ডুবে যায়। এসময় তার মা মিনি বেগম তাদের খুঁজতে বের হন। খোঁজাখুঁজির পর না পেয়ে ঝাঁকি জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন