বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন উপলক্ষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের ব্যনারে।
পরে নবাবগঞ্জ সেন্টু মার্কেটের সামনে গোলচত্ত্বরে জাতীয় সংগীত, দেয়াল লিখন, রণসংগীত, কবিতা আবৃতি ও প্রতিবাদী নৃত্যের আয়োজন করে।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে তারা কর্মসূচি স্থলে উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে চকলেট বিতরণ করে।
বিডি প্রতিদিন/এএ