কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী প্রার্থনা, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা।
শুক্রবার বগুড়ার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
এরপর বেলা ৩টার দিকে শহরে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী মিছিলে অংশ নেয়। এসময় আন্দোলরত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। এদিকে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তৎপর থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল