দেশের চলমান অস্থিরতায় থেমে নেই রংপুর অঞ্চলে মাদক পাচারের রমরমা ব্যবসা। আইন শৃঙ্খলাবাহিনীর ব্যস্ততার সুযোগে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে গত তিনদিনে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্দার এবং কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোর রাতে রংপুর মহানগরীর পরশুরাম থেকে পিকআপের বক্সের ভিতরে হতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ৪৪০ বোতল ফেনসিডিল। গ্রেফতার করা হয় বগুড়া জেলার মধ্যপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আজিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮)কে। একই দিন র্যাবের অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ হতে ৪৯২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
শুক্রবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের ফলু মিয়ার ছেলে আব্দুর রশিদ (৫৫) এর বসতঘর থেকে ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
এর আগের দিন বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রংপুর র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জের চলবলা ইউনিয়নের নিথক প্রামে অভিযান চালিয়ে সোনা পুকুর এলাকার শাহ আলম সরকারের মেয়ে শামীমা সরকারকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। ৩১ জুলাই রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকার পার্কের মোড় এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৭৩ বোতল ফেনসিডিলসহ কুড়িগ্রাম জেলার পলাশবাড়ি এলাকার মৃত সেরাপ উদ্দিনের ছেলে নান্টু মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ