চলমান আন্দোলনের অংশ হিসেবে কিশোরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শুরুর সময় সাদা পোশাকে সদর মডেল থানার এসআই আল আমীন মিছিলের ভিডিও করতে থাকলে বিক্ষোভকারীরা তার ওপর চড়াও হয় এবং ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে মিছিলটি গৌরাঙ্গ বাজার ও কালীবাড়ি মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/নাজমুল