সিরাজগঞ্জের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বাজার স্টেশনে এসে আধাঘণ্টা অবস্থান নিয়ে সমাবেশ করে।
মিছিলটিতে সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অন্যদিকে ছাত্র আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল