লক্ষ্মীপুরে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।
এদিকে, হঠাৎ করে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী ভুয়া ভুয়া স্লোগানে মিছিল বের করে।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পরে তাদের ধাওয়া দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত