রাজবাড়ীতে শিক্ষার্থীদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে পৌরসভার নারায়ন চক্রবর্তী সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের অনুষ্ঠিত মিছিলটি বড়পুল এলাকায় আসলে মিছিলটি আটকে দেয় পুলিশ। মিছিলের সামনে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের আলাপ-আলোচনা শেষ হয়। শান্তিপূর্ণ মিছিলের নিশ্চয়তায় পুনরায় মিছিলটি শহরের দিকে প্রবেশ করে। কয়েকশ শিক্ষার্থীর মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন। মিছিলটি রাজবাড়ী পুলিশ সুপারের সামনের সড়ক থেকে পান্না চত্ত্বর এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা বৃদ্ধি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয় শহরের বেশ কয়েক জায়গায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হয়েছে। মিছিল থেকে কোন শিক্ষার্থীকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/এএ