চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার বিকেলে আন্দোলনকারীরা শহরের বাতেন খাঁর মোড়ে জমায়েত হয়ে গণমিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড় নামক স্থানে অবরোধ করে অবস্থান নেয়।
এসময় সরকারবিরোধী নানা স্লোগানসহ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এ ছাড়াও রাস্তায় শিক্ষার্থীদের স্লোগান লিখতে দেখা যায়। আজকের আন্দোলনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের অংশ নিতে দেখা যায়।
এদিকে, নাশকতা রোধে আন্দোলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহলও দেখা যায়।
বিডি প্রতিদিন/এমআই