কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় পূর্ব শত্রুতার জের ধরে আমন ধানের বীজতলায় কীটনাশক ছিটিয়ে বীজতলা নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দেড় একর জমির আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। এ নিয়ে ভুক্তভোগী কৃষক জাফর আলী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই