বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া এক দফার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড নামক স্থানে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মোখলেসুর রহমানের নেতৃত্বে অবস্থান নিয়ে সমাবেশ করে পৌর আওয়ামী লীগ। এসময় দেশব্যাপী সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির নেতৃত্বে শহরের ওয়ালটন মোড়ে এবং নয়াগোলা নামক স্থানে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এসময় আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালানো হলে তা প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দেন আব্দুল ওদুদ।
এদিকে, নাশকতা রোধে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ