মাগুরায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩০) নিহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পারনান্দুয়ালী ঢাকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
রাব্বির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা শহরের পারনান্দুয়ালী ঢাকা রোড ও ভায়না মোড় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে আসে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ আন্দোলনকারীদের নিবৃত্ত করতে সাউন্ডগ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রাব্বিকে আহতাবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দলীয় কার্যালয় ও ঢাকা রোড এলাকায় অবস্থান নেয়।
এছাড়া মোহাম্মদপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তারা।
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের সাথে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছিল।
বিডি প্রতিদিন/একেএ