ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র এমপি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর পক্ষে ভাঙ্গায় শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ আগষ্ট) বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত এ শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন। সকাল পৌনে ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কয়েক শত লোক এ মিছিলে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওছার ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী প্রমুখ।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো আপোস নেই। আমরা শেখ হাসিনার সৈনিকেরা ভাঙ্গায় জননেতা নিক্সন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বিডি প্রতিদিন/হিমেল