খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে দশটায় আন্দোলনকারীরা এক দফা এক দাবিতে শাপলা চত্ত্বর মুখরিত করে তোলে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যৌথভাবে মিছিল নিয়ে পৌর শাপলা চত্ত্বরে ছাত্র আন্দোলনকারীদের ধাওয়া করে।
এ সময় ছাত্রদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্র আন্দোলনকারীরা ছত্রভঙ্গ যায়। এসময় পৌর শাপলা চত্ত্বরে চতুর্দিকে গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে এখনো কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশকে এ সময় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিডি প্রতিদিন/এএ