বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেন। শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সাংগঠনিক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেনকে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা হয়। এই মামলার আসামি হিসেবে গত ২২ জুলাই বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনাকে পুলিশ গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এমআই