বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের সখিপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহীদ সিরাজ সিকদার কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানটির সামনের চট্টগ্রাম-খুলনা আঞ্চলিক সড়কের শরীয়তপুর অংশে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।
পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যান চলাচল স্বাভাবিক না হওয়ায় এখন পর্যন্ত সড়কের উভয় পাশে এক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/এএ