জয়পুরহাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প যুব উন্নয়ন ভবনের একটি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় জয়পুরহাটে প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে জয়পুরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
সভায় মেজর রেজা আহমেদ, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি মাশরেকুল ইসলাম, সহ সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিন্টু রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, শাহিদুল ইসলাম সবুজ, মোমেন মুনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় মেজর রেজা আহমেদ সঠিক তথ্য-উপাত্তসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ