চুয়াডাঙ্গার দর্শনা থানার সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশের সাথে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
শনিবার (১০ আগস্ট) দর্শনা থানা প্রাঙ্গণে পুলিশ-বিজিবির যৌথসভায় এ কথা বলেন তিনি। স্থানীয় জনগণের সার্বিক নিরাপত্তা, পুলিশের মনোবল বৃদ্ধি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।
বিজিবি পরিচালক বলেন, ইতোমধ্যেই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ভুদ পরিস্থিতিতে বিজিবি সবসময় পুলিশের পাশে আছে। আর কোথাও আইনশৃঙ্খলার অবনতি করতে দেয়া হবেনা। সীমান্তবর্তি এলাকার নিরাপত্তা দিতে বিজিবি-পুলিশ এক সাথে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা, অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শফিকুল ইসলামসহ বিজিবি ও পুলিশের সদস্যবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ