লক্ষ্মীপুরে সরকারি কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই ছাত্রলীগ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠনকে গুরুত্ব দেননি। শিক্ষকদের সাথে অশালীন আচরন করার অভিযোগ রয়েছে। সম্প্রতি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজের একজন শিক্ষার্থী নিহত ও অন্যান্য আহতদের কোন খোঁজ রাখেননি তিনি।
এছাড়া এ অধ্যক্ষের বিরুদ্ধে বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্টসহ কলেজের বিভিন্ন উন্নয়ন খাতের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। তাই অবিলম্বে অধ্যক্ষ পদত্যাগের দাবী জানান। তা-নাহলে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন ছাত্র-শিক্ষকরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম। নিজ থেকেই পদ থেকে সরে যাবেন বলে জানান।
বিডি প্রতিদিন/এএম