মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শান্তি মিছিল হয়েছে। থানায় এসে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। তবে তাদের নিরাপত্তায় সেনাবাহিনী ও আনসার সদস্য থানায় রয়েছে। আজ রবিবার সকাল থেকে পুলিশ সদস্যরা থানায় আসতে শুরু করেন।
এদিকে সকালে পৌরসভার মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, রোবার স্কাউট, শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়োজনে শহরে শান্তি মিছিল করেন। মিছিলটি শ্রীমঙ্গল থানায় প্রধান ফটক ও উপজেলা মাঠ প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে এসে শেষ হয়। নেতৃবৃন্দ ও ছাত্ররা পুলিশ ও উপজেলা প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ডা. সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।
শান্তি মিছিল থানার সামনে পৌঁছানোর পর সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় তার বক্তব্য বলেন, আমরা আসলেই সফল, আমাদের শ্রীমঙ্গলে কোন আহত নিহত নেই। সেই পরিমাণের কোন ক্ষয়-ক্ষতিও নেই। আপনারা শান্তি মিছিল নিয়ে আসায় আমরা অনেক খুশি। অনেক সাহস পেলাম। তিনি আরো বলেন, আমরা এখন পেছনে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাববো না। সামনের দিনগুলো ছাত্র-পুলিশ মিলে একসাঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করব।
থানা সূত্রে জানা যায়, ইতি মধ্যে প্রায় ২০ জন পুলিশ সদস্য যোগ দিয়েছেন। বাকিরাও কাজে যোগ দেওয়ার জন্য আসছেন। তবে থানা সার্ভারের সমস্যা, কম্পিউটার বিকল, ইন্টারনেট সংযোগ বিছিন্ন থাকায় এখনই পুরোদমে কাজ শুরু হচ্ছে না। এগুলো মেরামত করার কাজ চলছে।
বিডি প্রতিদিন/এএ