বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে ও তার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ যোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় নির্বাহী কমটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, শহিদ উন-নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্চাসেবক দল নেতা আবু হাসান, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল