শরীয়তপুরে নাগরিক কমিটির ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনমহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
বুধবার সকাল ১০ টায় শহরের উত্তর বাজার এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় শেখ হাসিনার ফাঁসি চেয়ে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান (কিরন), জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ কে এ নাসিরউদ্দিন কালু, জেলা জামায়াত ইসলামীর আমির আব্দুর রব হাসেমি, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল