টাঙ্গাইলে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ ও হাবিবসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীসহ দেশের সাধারণ জনতাদের উপর নির্বিচারে যেভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। এই সোনার বাংলায় হত্যাকারীদের কোনো ঠাঁই হবে না। হত্যাকারীরা দেশে আসতে চাইলে তাদের কঠোরভাবে প্রতিহত করবো।
বিডি প্রতিদিন/এমআই