বাগেরহাটের মোরেলগঞ্জে দলের ছত্রছায়ায় কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড না করার জন্য দলের কর্মীদের সতর্ক করেছেন বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকালে পৃথক পৃথক পথসভায় এমন ঘোষণা দেন জেলা যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম ও সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পরে সারা দেশের ন্যায় মোরেলগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, মারপিট, লুট, অগ্নিসংযোগ ও দখলের ঘটনা ঘটতে থাকায় দৈবজ্ঞহাটি, আমতলা, পল্লীমঙ্গল ও রায়েন্দা বাজারে বিএনপি এ সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, শরখোলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পঞ্চায়েত, সমর মন্ডল এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত