ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে জয়পুরহাট জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান করে।
এসম বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল,জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার সদস্য সচিব শামস মতিনসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।
বিডি প্রতিদিন/এএম