ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারসহ নানা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা কার্যালয় চত্বরে স্থাপিত মঞ্চে এ কর্মসূচি শুরু হয়, চলে দুপুর আড়াইটা পর্যন্ত। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয়ের চত্বরে এসে ১৫ আগস্ট ছাত্র-জনতার সাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও রাজপথে থাকবে ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করা হয়।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির জেলা সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর ও শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখুসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই