ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম, সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা কাজী গফুর, ভুট্টু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান, শিপু, রিপন, সোহেল, সায়েদ ও জালাল প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র জনতার উপর আন্দোলন দমনের নামে নির্মম গণহত্যা চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং তার দোসরদের গ্রেফতার করে বিচার করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই