গাজীপুরের কালিয়াকৈরে পিলখানা হত্যা, সাগর রনির হত্যা, হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যা, গুম, খুন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিল মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা বিভিন্ন সড়কে এলাকায় পদক্ষেপ করে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান ,
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন , কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বুধবার বিকেলে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি মুরাদ বকসী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আওলাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ