গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। এর আগে মিছিল নিয়ে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে সমবেত হন দলীয় নেতা-কর্মীরা।
মিছিলে নেতৃত্ব জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী।
বিডি প্রতিদিন/এএ