বরিশালের উজিরপুরে গণপিটুনিতে চুরি করতে গিয়ে ধরা পড়া যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো একজন গুরুতর আহত হয়েছে বলে উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।
শুক্রবার দিনগত গভীর রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ওসি জানিয়েছেন। নিহত যুবক সুমন হালদার (৩০) বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। আহত একই এলাকার বাসিন্দা মহানন্দ বাড়ৈর ছেলে ভক্ত বাড়ৈ (৩০) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, সুমন হালদার ও ভক্তসহ ২/৩ জন মিলে রাত আড়াইটার দিকে সুলতান মহুরির অটোরিক্সার গ্যারেজে চুরি করতে যায়। তারা গ্যারেজের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। তখন টের পেয়ে এলাকায় পাহারাদাররা ডাক-চিৎকার দেয়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে দুজনকে আটক করে গনপিটুনি দেয়। এতে সুমন মারা গেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি চুরির ও অপরটি হত্যা অভিযোগে পৃথক দুইটি মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এএম