শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নেত্রকোনায় কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা। শনিবার সকালে নেত্রকোনা পৌর শহরের পাবলিক হল মিলনায়তনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামায়াত ইসলামী।
এতে পৌর শাখার আমির মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা শাখার আমীর মাওলানা আহমদ হারিস। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারকে আর্থিক সহায়তায় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। সেই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অন্তবর্তকালীন সরকারের প্রতি জোড় দাবি জানান। পরে পৌর শহরে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পাবলিক হলে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল