চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। আজ রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এদিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষূধ পেয়ে আনন্দিত সীমান্ত এলাকার মানুষজন।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বিজিবির এমন সামাজিক কর্মকাণ্ডের কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ