মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পৃথক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দুই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর থানার বারড়াদি ইউনিয়নের চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক মোমিনুল ইসলাম মোমিনের পদত্যাগের দাবিতে বাড়াদি ইউনিয়ন বিএনপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য দেন বাড়াদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরজুল্লাহ মাস্টার, থানা যুবদলের সাধারন সম্পাদক লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ। অপরদিকে একই সময়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে বুড়িপোতা ইউনিয়নের চেয়ার ম্যান শাহজামানের পদত্যাগের দাবিতে বুডিপোতা ইউনিয়ন বিএনপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সহ সভাপিতি মো: রফিকুল ইসলাম, বিএনপি নেতা হামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিয়র রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম