দুর্নীতির অভিযোগে দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়কে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে জেরা করেন বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা।
রবিবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী কয়েকশত ছাত্রছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ ফান্ডের অর্থ লোপাট, অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, কলেজের নিজম্ব সম্পত্তির অপব্যবহার, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে তাদের পদত্যাগ দাবি করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের মধ্যে সমন্বয়ক ফয়সাল মোস্তাক, হুমায়ুন কবীর, মিরাজ, মুক্তার হোসেন, হাসিব, তানজিলা, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই