বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে নিয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম গণসংযোগ ও পথ সভা করেছেন।
গত শনিবার দিনব্যাপি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার বাসস্ট্যান্ড, পৌরসভার গালর্স স্কুল সড়ক, কর্নিবাড়ি ইউনিয়ন এর ডেবডাঙ্গা বাজার, কুতুবপুর ইউনিয়ন এর কুতুবপুর বাজার, কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজার, ভেলাবাড়ি ইউনিয়ন এর জোড়গাছা বাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ ও পথ সভা করেন।
এ সময় কাজী রফিক বলেন, আপনারা ধৈর্য ধরুন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন।আপনারা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রন্টু, সাবেক আহ্বায়ক আবুল কাশেম, বিএনপি নেতা তাজুল ইসলাম ফনি, শাহাদৎ হোসেন সনি প্রমুখ। কাজী রফিকের গণসংযোগের সময় হাজার হাজার নেতাকর্মী ও উপজেলার ভোটাররা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন