বেতন বৈষম্য দূরীকরণ ও বৃদ্ধির দাবিতে দিনাজপুর পৌরসভার মাস্টাররোলের কর্মচারীরা ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের কাছে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মাস্টাররোলে কর্মরত দিনাজপুর পৌরসভার কর্মচারীরা এ স্মারকলিপি প্রদান করেন। মেয়র স্মারকলিপি গ্রহণ করে মাসিক সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপিতে মাস্টাররোল কর্মচারীরা জানান, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা অত্র অফিসের কর্মচারী দীর্ঘদিন যাবৎ আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি। আমরা বর্তমানে মাসিক ৭ হাজার টাকা বেতন পাই। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাসিক ৭০০০ টাকায় পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছি। বিষয়টি বিবেচনা করে বেতনবৈষম্য দূরীকরণ ও বেতন বৃদ্ধির দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর পৌরসভায় কর্মরত এক থেকে দেড় শতাধিক মাস্টাররোল কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই