চিকিৎসাধীন আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান লেমন, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, হাসানুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক নেতা জহুরুল ইসলাম পলাশ, ছাত্রদল নেতা মুন্না, আরিফিন প্রমুখ।
এর আগে ভিপি সাইফুল ইসলাম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিলে অংশ নেন। গত শনিবার বাদ যোহর উপজেলার খরনা ইউনিয়নের চন্দ্রহাটা নূর আলা নূর বালক-বালিকা সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিম খানায় বিএনপি নেতা উজ্জ্বলের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল