ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিক-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরাতন টার্মিনাল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোস্তফা কামাল, উজ্জ্বল খান, এম এম ওমর ফারুক। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষে জেলা সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, মিডিয়ার ওপর হামলা হলে জাতির চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করে দুর্বত্তরা। তারা বাংলাদেশ প্রতিদিন, কালেরকণ্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ, টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর, টি-স্পোর্টসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় সংবাদকর্মীদের মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল