ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী, জমি দখল, জুলুম-নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত স্বপন কুমার পালের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের পাচ্চর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক স্বপন কুমার পাল নিরিহ ব্যক্তিদের জমি দখল করে ইটভাটা নির্মাণ, জোরপূর্বক জমি দখল, টাকা নিয়ে ইট না দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছেন।
স্থানীয় এলাকাবাসী পলাশ মোল্যা অভিযোগ করে বলেন, স্বপন কুমার পাল দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে ক্ষমতার অপব্যবহার করে জিম্মি করে রেখেছিলেন। তিনি নিরীহ লোকদের জায়গা দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। সেই ইটভাটার কোন বৈধতা নেই। ক্ষমতার দাপট দেখিয়ে সে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করেছেন। তার অপকর্মের বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। তার হয়রানির কারণে অনেকেই এলাকা থেকে চলে যেতে বাধ্য হন। এলাকার অনেক মানুষ তার কাছে টাকা পাবেন। পাওনাকৃত টাকা চাইলেই বিএনপি-জামায়াতের ট্যাগ লাগিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে স্বপন কুমার পালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অভিযোগের বিষয়ে স্বপন কুমার পাল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বেশির ভাগই সত্য নয়। একটি পক্ষ আমাকে হয়রানি করতেই মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
বিডি প্রতিদিন/এএ