কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটির পর্যটনের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি।
শুক্রবার ভোরে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানিতে সেতুটির পাটাতন তলিয়ে যায়। তাই আপাতত সেতুর উপর চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। প্রায় প্রতিদিন এক ফুট থেকে দুই ফুট করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টির কারণে আরও বেড়েছে পানির স্তর। তাই রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটির পাটাতন এক ফুট পানিতে ডুবে যায়। পর্যটকদের জন্য ঝুঁকি এড়াতে আপাতত সেতুর উপর চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হঠাৎ সেতুর উপর পানি দেখে আমরা অবাক হয়েছি। এক রাতে এতটা পানি বৃদ্ধি পেয়েছে। তাই সেতুতে স্থানীয়সহ পর্যটকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাড়াপাড়ের জন্য বিকল্প হিসেবে নৌকা ও স্পিডবোট রাখা আছে। টিকেট কাউন্টারও বন্ধ করা হয়েছে। সেতুর উপর থেকে পানি না কমা পর্যন্ত সব ধরনের চলাচল বন্ধ।
বিডি-প্রতিদিন/বাজিত