কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। বাকি উপজেলাগুলোতে পাঁচ লাখ মানুষ পানিবন্দী।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার।
তিনি বলেন, ‘এই উপজেলার পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ ও দুটি ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। এই মুহূর্তে পানিবন্দী মানুষদের উদ্ধার করা প্রয়োজন।’
উদ্ধার তৎপরতা চালাতে তিনি নিকটবর্তী এলাকা থেকে নৌকা ও খাবার পানি পাঠানোর অনুরোধ জানান।
গত রাত সাড়ে ১২টায় দিকে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘এখনো গোমতীর পানি বিপৎসীমার এক মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
বাঁধ ভেঙে যাওয়ার পরই মসজিদের মাইকে স্থানীয় বাসিন্দাদের দ্রুততম সময়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। অনেকেই গোমতী নদীর বাঁধে আশ্রয় নিয়েছিলেন, তাদেরও সরে যেতে বলা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, বুড়িচং উপজেলায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বাকি উপজেলাগুলোতে পাঁচ লাখ মানুষ পানিবন্দী।
বিডি প্রতিদিন/জুনাইদ